লজ্জাস্থানের কালো দাগ দূর করার কার্যকরী কিছু ডাক্তারি ক্রিম
লজ্জাস্থানের কালো দাগ দূর করার ডাক্তারি ক্রিম সম্পর্কে জানতে অনেকেই লজ্জা বোধ করেন।অনেক মানুষেরই একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা হলো লজ্জাস্থানে কালো দাগ। এটি দেখতে যেমন বিরক্তিকর তেমনি আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। এখন বাজারে এমন কিছু মেডিকেল ক্রিম পাওয়া যাচ্ছে যেগুলো ডাক্তাররাও ব্যবহার করার পরামর্শ দেন।
এসব ক্রিম নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে ধীরে ধীরে দাগ হালকা হয়ে যায় এবং ত্বক ফিরে পায় তার স্বাভাবিক রং। আজকের আর্টিকেলে আমরা এমন কিছু কার্যকর ডাক্তারি ক্রিম নিয়ে আলোচনা করব যেগুলো নিরাপদ, প্রমাণিত ও স্কিনের জন্য উপযোগী। আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগে থাকেন তবে এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে সত্যিকারের সমাধান।
পেজ সূচিপত্রঃ লজ্জাস্থানের কালো দাগ দূর করার ডাক্তারি ক্রিম
- লজ্জাস্থানের কালো দাগ দূর করার ডাক্তারি ক্রিম
-
ছেলেদের গোপন অঙ্গের কালো দাগ দূর করার ক্রিম
-
দুই রানের চিপায় কালো দাগ দূর করার ক্রিম
-
দুই রানের চিপায় কালো দাগ দূর করার কার্যকরী কিছু ঘরোয়া উপায়
- বগলের কালো দাগ দূর করার ক্রিম
-
গোপনাঙ্গের কালো দাগ দূর করার ক্রিমের নাম
-
লজ্জাস্থানের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
-
শরীরের কালো দাগ দূর করার ক্রিম
-
লজ্জাস্থান সুন্দর করার কিছু উপায় কি কি
- গোপন অঙ্গ কালো হয় কেন
-
কুচকির কালো দাগ দূর করার ক্রিম
-
সম-সাময়িক প্রশ্ন উত্তর
- লেখকের মন্তব্যঃ লজ্জাস্থানের কালো দাগ দূর করার ডাক্তারি ক্রিম
লজ্জাস্থানের কালো দাগ দূর করার ডাক্তারি ক্রিম
ছেলেদের গোপন অঙ্গের কালো দাগ দূর করার ক্রিম
পুরুষদের গোপন অঙ্গের ত্বকে কালচে ভাব দূর করার ডাক্তারি ক্রিম সম্পর্কে বলা অনেকের কাছেই অস্বস্তিকর এক অভিজ্ঞতা। এটি শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গেও জড়িত। বেশিরভাগ পুরুষই এই বিষয়টি নিয়ে কাউকে কিছু বলেন না, ফলে সময়ের সঙ্গে দাগ আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে সুখবর হলো এখন বাজারে এমন অনেক ডাক্তারি অনুমোদিত ক্রিম পাওয়া যায় যা ত্বকের গভীরে কাজ করে কালচে ভাব কমিয়ে দেয় এবং প্রাকৃতিক রঙ ফিরিয়ে আনে।
এসব ক্রিমে থাকে নাইআসিনামাইড, কোজিক অ্যাসিড, অ্যালোভেরা ও ভিটামিন ই, যা ত্বক উজ্জ্বল করে, রুক্ষতা কমায় এবং ত্বককে নরম রাখে। সঠিক ক্রিম নিয়ম মেনে ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন পাওয়া সম্ভব। তবে যেকোনো পণ্য ব্যবহারের আগে নিজের ত্বকের ধরন বুঝে নেওয়া এবং প্রয়োজনে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ উপায়। নিচে কিছু এরকম কার্যকরী ডাক্তারি ক্রিমের নাম দেয়া হলোঃ
- Ceavo Intimate Skin Whitening Cream- (মূল্য-১৯৫০ টাকা)
- ERAYCEE Tender Skin Red Pigment Fading Cream-(মূল্য-৯৫০ টাকা)
- OceAura Bleaching Cream-(মূল্য-১৫২০ টাকা)
- Snow Bleach Cream-(মূল্য-১৮৫০ টাকা)
- SADOER হোয়াইটেনিং ক্রিম-(মূল্য-১৮৫০ টাকা)
- Paxmoly- (মূল্য-১৪৫০ টাকা)
ব্যবহার করার নিয়ম
-
এ সকল ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই যে জায়গায় ব্যবহার করবেন
সেই জায়গাটি কুসুম গরম পানি দিয়ে বা কোমল সাবান দিয়ে সুন্দরভাবে
পরিষ্কার করে নিন।
-
এরপর নরম তোঁয়ালে বা টিস্যু দিয়ে হালকা করে মুছে শুকনো করে নিন।
-
এরপর ক্রিম লাগানো পালা। অনেক বেশি ক্রিম লাগানোর প্রয়োজন নেই।
অল্প পরিমাণে ক্রিম নিয়ে ত্বকের সমানভাবে প্রতিটি জায়গায় আলতো ভাবে
লাগান।
-
এরপর হাতের তালু বা নখের ডগা দিয়ে আলতো করে দাগ যুক্ত এরিয়া গুলো গোলাকার
ভাবে ম্যাসাজ করুন। ক্রিমটি ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়া
পর্যন্ত ম্যাসাজ করতে থাকুন।
-
প্রতিদিন সকাল এবং রাতে ব্যবহার করুন, এতে সবথেকে ভালো ফলাফল পাবেন।
দুই রানের চিপায় কালো দাগ দূর করার ক্রিম
গরমে বা হাঁটাচলার সময় অনেকেরই দুই রানের মাঝের জায়গাটা ঘর্ষণের কারণে কালচে হয়ে যায়। প্রথমে এটা তেমন গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে দাগটা গাঢ় হয়ে ত্বক দেখতে খারাপ লাগে। বিশেষ করে গরমের দিনে ঘাম আর টাইট পোশাক এই সমস্যা আরও বাড়িয়ে দেয়। এতে শুধু অস্বস্তি না, অনেক সময় চুলকানি বা জ্বালাপোড়াও দেখা দেয়। এই সমস্যার সহজ সমাধান হচ্ছে সঠিক ক্রিম ব্যবহার। যেমনঃ Kojiglo Gel, Meladerm, বা Aziderm Cream ত্বকের রঙ সমান করতে বেশ কার্যকর।
দিনে একবার পরিষ্কার ত্বকে অল্প করে লাগালেই ধীরে ধীরে দাগ হালকা হয়ে যায়। কেউ কেউ ঘরোয়া উপায়ে অ্যালোভেরা জেল বা নারিকেল তেলও ব্যবহার করেন, তাতেও ত্বক নরম থাকে। তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পরিষ্কার থাকা, ঢিলেঢালা পোশাক পরা আর অতিরিক্ত ঘাম এড়িয়ে চলা। একটু যত্ন আর নিয়ম মেনে চললেই এই কালো দাগ সহজেই কমে যায়, আর ত্বকও ফিরে পায় তার স্বাভাবিক রঙ আর আরামদায়ক অনুভূতি।
দুই রানের চিপায় কালো দাগ দূর করার কার্যকরী কিছু ঘরোয়া উপায়
একটা সময় আমারও এমন হয়েছিল। গরমে বা বেশি হাঁটলে দুই রানের মাঝখানে ঘষে ঘষে কালো দাগ পড়ে যেত। প্রথমে ভেবেছিলাম হয়তো নিজে থেকেই চলে যাবে, কিন্তু উল্টো আরও কালচে হয়ে যাচ্ছিল। তখন দাদির একটা পুরনো টোটকা মনে পড়ল যে বেসন আর কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে লাগানো। প্রথম কয়েক দিনেই বুঝতে পারলাম, জায়গাটা অনেকটা মসৃণ হয়ে গেছে, দাগও হালকা হচ্ছে। এরপর আমি নিয়ম করে নারিকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে শুরু করি। রাতে ঘুমানোর আগে হালকা করে লাগিয়ে ঘুমিয়ে পড়লে সকালে ত্বক নরম আর উজ্জ্বল লাগে।
অনেকেই বলে লেবুর রস লাগাতে, কিন্তু সেটা সরাসরি লাগানো ঠিক না। একটু মধু বা দই মিশিয়ে লাগালে পোড়াভাব থাকে না। আর হ্যাঁ, এই সময়টা টাইট প্যান্ট বাদ দিয়ে ঢিলেঢালা কাপড় পরলে ত্বক ঘষা কম হয়, ফলে নতুন দাগ পড়েও না। আসলে এখানে ম্যাজিক কোনো উপায় নেই বরং নিয়মিত যত্নই আসল কেয়ার। দিনে একবার ধুয়ে হালকা ঘরোয়া উপায় ব্যবহার করো, প্রচুর পানি খাও, আর ত্বককে শুকনো রাখো। কয়েক সপ্তাহ পরেই নিজেই বুঝবে পার্থক্যটা, ত্বক ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক রঙে ফিরে আসবে।
বগলের কালো দাগ দূর করার ক্রিম
গরমের দিনে বা টাইট পোশাক পরলে অনেকেরই বগলের ত্বক কালচে হয়ে যায়। প্রথমে হয়তো সেটা তেমন চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে দাগ গাঢ় হয়ে যায়, ফলে হাত উঠাতে বা স্লিভলেস পোশাক পরতে একটু সংকোচই লাগে। আসলে এর পেছনে অনেক কারণ আছে যেমনঃ ডিওডোরেন্টের রাসায়নিক, ঘাম, রেজর দিয়ে শেভ করা, কিংবা অতিরিক্ত ঘষাঘষি। কিন্তু সুখবর হলো, কিছু ভালো মানের ক্রিম ব্যবহার করলে এই দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়।
আরো পড়ুনঃ প্রচণ্ড চুলকানির সহজ সমাধান | নিম পাতার ব্যবহারই যথেষ্ট
অনেকে Meladerm, Kozicare, কিংবা Glutathione Skin Lightening Cream ব্যবহার করে দারুণ ফল পেয়েছেন। এই ক্রিমগুলোতে থাকে কজিক অ্যাসিড, ভিটামিন ই, আর নিয়াসিনামাইড, যা ত্বকের কালচে ভাব কমিয়ে রঙ সমান করতে সাহায্য করে। ব্যবহারটা খুব সহজ। প্রতিদিন রাতে জায়গাটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে, তারপর অল্প করে ক্রিম লাগিয়ে রাখতে হবে। সকালে শুধু পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে।
আরেকটা কথা মনে রাখতে হবে যে ক্রিমের পাশাপাশি কিছু অভ্যাস বদলানোও জরুরি। যেমনঃ খুব টাইট জামা না পরা, অ্যালকোহলযুক্ত ডিওডোরেন্ট এড়িয়ে চলা, আর ত্বক সবসময় পরিষ্কার রাখা। চাইলে মাঝে মাঝে অ্যালোভেরা জেল বা দই-মধু মিশিয়ে লাগাতে পারো, এতে ত্বক নরম থাকবে। নিয়ম মেনে কয়েক সপ্তাহ ব্যবহার করলে দেখবে, দাগটা শুধু হালকা হয়নি, বরং ত্বকটা হয়ে উঠেছে আগের মতো মসৃণ ও উজ্জ্বল।
গোপনাঙ্গের কালো দাগ দূর করার ক্রিমের নাম
অনেকেই মুখ বা হাতের যত্ন ঠিক মতো নিলেও শরীরের কিছু অংশের দিকে খুব একটা খেয়াল রাখে না। যেমন গোপনাঙ্গের আশেপাশের ত্বক। সময়ের সঙ্গে সেখানে কালচে দাগ পড়ে যায়, যা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি নিজের মধ্যেও একটা অস্বস্তি তৈরি করে। আসলে এই দাগ হঠাৎ করে হয় না; নিয়মিত ঘর্ষণ, টাইট পোশাক, ঘাম আর কখনো কখনো হরমোনের পরিবর্তন এর জন্য দায়ী। আমি একবার এক ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে ত্বককে একটু যত্ন দিলে এই দাগ একেবারেই চলে যেতে পারে।
তখন উনি কয়েকটা ক্রিমের নাম সাজেস্ট করেছিলেন যেগুলো সত্যিই কাজ করে। যেমনঃ Kojiglo Cream, Meladerm Skin Brightening Cream, আর Glutathione Cream। এই ক্রিমগুলোর উপাদানে থাকে প্রাকৃতিক হোয়াইটনিং এজেন্ট, যা ধীরে ধীরে ত্বকের কালচে ভাব কমিয়ে রঙ সমান করে। কেউ কেউ ঘরোয়া উপায়েও চেষ্টা করেন। যেমনঃ অ্যালোভেরা জেল বা আলু ও মধুর মিশ্রণ, এগুলোও ধীরে ফল দেয় কিন্তু ক্ষতিকর নয়।
তবে ক্রিম লাগানোর আগে জায়গাটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া জরুরি। দিনে একবার, বিশেষ করে রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই সবচেয়ে ভালো। আর হ্যাঁ, সবসময় এমন ক্রিম বেছে নাও যেটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। কারণ, এই জায়গার ত্বক খুব নরম ও সংবেদনশীল। নিয়মিত যত্ন নিলে কয়েক সপ্তাহেই দেখবে ত্বকের রঙ আগের মতো হয়ে গেছে, আর নিজের মধ্যেও একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে।
লজ্জাস্থানের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
শরীরের কালো দাগ দূর করার ক্রিম
ত্বকের কালো দাগ নিয়ে চিন্তায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রোদে পোড়া, ব্রণের দাগ, কিংবা ঘর্ষণের কারণে শরীরের নানা জায়গায় কালচে দাগ দেখা দেয়। আমি নিজেও একসময় এই সমস্যায় ছিলাম। বিশেষ করে কনুই আর গলার পাশে দাগগুলো বেশ বিরক্তিকর ছিল। পরে বুঝলাম, ত্বককে একটু যত্ন দিলে এই দাগগুলো আসলে দূর করা সম্ভব।
একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শে আমি Meladerm, Kozicare Skin Whitening Cream, আর Glutathione Cream ব্যবহার শুরু করি। এই ক্রিমগুলোতে থাকে কজিক অ্যাসিড, নিয়াসিনামাইড, ভিটামিন ই আর অ্যালোভেরা এক্সট্র্যাক্ট। যা ত্বকের ভেতরের অতিরিক্ত মেলানিন কমিয়ে কালো দাগ হালকা করে দেয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে জায়গাটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে ক্রিম লাগালে কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য চোখে পড়ে।
লজ্জাস্থান সুন্দর করার কিছু উপায় কি কি
আমাদের শরীরের প্রতিটি অংশের মতোই ব্যক্তিগত জায়গারও নিয়মিত যত্ন নেওয়া দরকার। অনেকেই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলতে লজ্জা পান, কিন্তু আসলে লজ্জার কিছুই নেই। এটা শরীরেরই একটি অংশ, আর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাই এখানে সবচেয়ে জরুরি বিষয়। প্রথমেই বলতে হয় পরিচ্ছন্নতার কথা। প্রতিদিন হালকা গরম পানি ও মাইল্ড, পিএইচ-ব্যালান্সড ওয়াশ ব্যবহার করলে জায়গাটা সতেজ থাকে এবং জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে।
অনেকেই ভুল করে সুগন্ধি সাবান বা পারফিউম ব্যবহার করেন, যা ত্বক শুষ্ক ও জ্বালাপোড়া করতে পারে। তাই এসব থেকে দূরে থাকা ভালো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাপড়ের ধরন। খুব টাইট বা সিনথেটিক কাপড় অনেক সময় ঘাম জমিয়ে অস্বস্তি ও কালচে দাগের কারণ হয়। তাই তুলার (cotton) কাপড় ব্যবহার করলে বাতাস চলাচল সহজ হয় এবং জায়গাটা শুকনো থাকে। রাতে ঘুমানোর সময় ঢিলেঢালা পোশাক পরাও আরামদায়ক ও স্বাস্থ্যকর।
ত্বক নরম ও উজ্জ্বল রাখতে প্রাকৃতিক কিছু উপায়ও কাজে দেয়। যেমন, অ্যালোভেরা জেল বা নারকেল তেল হালকা করে লাগালে জায়গাটা ময়েশ্চারাইজড থাকে ও কালোভাব অনেকটাই কমে যায়। কেউ কেউ দই ও মধুর মিশ্রণও ব্যবহার করেন, এটা প্রাকৃতিকভাবে ত্বক কোমল রাখে। সবশেষে, সুস্থ খাদ্যাভ্যাসও এখানে বড় ভূমিকা রাখে। পর্যাপ্ত পানি পান, শাকসবজি ও ভিটামিন-সমৃদ্ধ খাবার খেলে ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা বাড়ে। আসলে সুন্দর হওয়ার শুরু হয় নিজের যত্ন নেওয়ার মধ্য দিয়েই।
গোপন অঙ্গ কালো হয় কেন
অনেকেই একটা প্রশ্ন করে থাকেন গোপন অঙ্গ কালো হয় কেন। আসলে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, যেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই। আমাদের শরীরের এই অংশটা সবসময় ঢাকা থাকে, বাতাস চলাচল কম হয়, আর ঘর্ষণ বা ঘাম জমে থাকার কারণে ধীরে ধীরে ত্বক একটু গাঢ় রঙ ধারণ করে। এটা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া, কোনো রোগ নয়। আরও একটা বড় কারণ হলো হরমোনের পরিবর্তন।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গর্ভাবস্থা বা বয়স বাড়ার সময় হরমোনের ওঠানামায় শরীরের কিছু জায়গা একটু কালো হয়ে যায়। একইভাবে ছেলেদের ক্ষেত্রেও অতিরিক্ত ঘাম, মোটা কাপড় বা টাইট পোশাকের কারণে ঘর্ষণ হয়, ফলে ত্বকে মেলানিন উৎপাদন বেড়ে যায়, যার ফলে ত্বক কালচে দেখায়।এছাড়াও অতিরিক্ত শেভিং বা কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার করলেও ত্বকের রঙ পরিবর্তন হতে পারে। কারণ এসব পণ্য ত্বকের উপরের স্তর নরম করে দেয়, ফলে সহজেই জ্বালাপোড়া বা দাগের সৃষ্টি হয়।
আবার অনেকে ঠিকভাবে জায়গাটা পরিষ্কার রাখেন না, যেটাও একধরনের কালচেভাবের কারণ হতে পারে। তবে চিন্তার কিছু নেই, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ঢিলেঢালা তুলার পোশাক পরা, ও প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে ধীরে ধীরে ত্বক তার আগের উজ্জ্বলতা ফিরে পেতে পারে। চাইলে কেউ চাইলে ডাক্তার বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শে নিরাপদ ক্রিমও ব্যবহার করতে পারেন।
কুচকির কালো দাগ দূর করার ক্রিম
অনেকেই একটা সাধারণ কিন্তু বিব্রতকর সমস্যায় ভোগেন যেমন কুচকির কালো দাগ নিয়ে। গরমে ঘাম, টাইট পোশাক, কিংবা ঘর্ষণের কারণে এই জায়গায় ত্বক কালচে হয়ে যায়। প্রথমে এটা খুব একটা চোখে না পড়লেও, সময়ের সঙ্গে সঙ্গে দাগটা গাঢ় হয় এবং আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। তবে সুখবর হলো, এখন এমন অনেক ক্রিম আছে যেগুলো ব্যবহার করলে এই কালো দাগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।যেমনঃ Meladerm Skin Lightening Cream, Kojic Acid Cream, বা Glowmax Lightening Cream বেশ জনপ্রিয়।
এই ক্রিমগুলো ত্বকের গভীরে কাজ করে মেলানিন উৎপাদন কমায়, ফলে ধীরে ধীরে ত্বক উজ্জ্বল হতে থাকে। সবচেয়ে ভালো হয়, প্রতিদিন রাতে গোসলের পর কুচকির জায়গাটা ভালোভাবে শুকিয়ে নিয়ে অল্প করে ক্রিম লাগালে। এতে শুধু রঙ হালকা হয় না, ত্বকও মসৃণ থাকে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি শরীরের যে সকল এলাকা সংবেদনশীল, সেখানে কখনই অতিরিক্ত পরিমাণে ক্রিম ব্যবহার করা যাবে না। কারও ত্বক যদি অ্যালার্জি প্রবণ হয়, তাহলে আগে একদিন অল্প করে ট্রাই করে দেখা উচিত।







বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url