ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও টিকিট ভাড়া আপডেট তথ্য ২০২৫
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী সম্পর্কে সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব। ঢাকা থেকে নরসিংদী রুটে প্রতিদিন হাজারো যাত্রী ট্রেনে ভ্রমণ করে থাকে। ব্যস্ততম এ রুটে নিয়মিত বেশ কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করে, যা যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের অন্যতম মাধ্যম।
সময়মতো ট্রেন ধরতে পারলে যাত্রা হয় স্বস্তিদায়ক, আর এই রুটে ট্রেনের টিকিট মূল্যও থাকে সাশ্রয়ী। তাই ভ্রমণকারীরা সবসময় আগে থেকে সময়সূচী জেনে নিতে চান যাতে যাত্রায় কোনো ভোগান্তি না হয়। আজকের আর্টিকেলে আমরা তুলে ধরব ঢাকা টু নরসিংদী ট্রেনের সর্বশেষ সময়সূচী, ভাড়া এবং ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনার যাত্রাকে করবে আরও সহজ ও নিশ্চিন্ত।
পেজ সূচিপত্রঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী
- ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী
-
ঢাকা টু নরসিংদী রুটে চলাচলকারী সবথেকে দ্রুতগামী ট্রেনের সময়সূচী
-
ঢাকা টু নরসিংদী প্রধান সকল ট্রেনের সময়সূচী
-
ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট মূল্য
-
ঢাকা টু নরসিংদী রুটে ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
-
ঢাকা থেকে নরসিংদী ট্রেনে যাওয়ার জন্য সম্ভাব্য স্টপেজ সমূহ
-
ঢাকা থেকে নরসিংদী যেতে কোন ট্রেনে কত সময় লাগে
-
অনলাইন বা অফলাইনের মাধ্যমে টিকিট কাটার নিয়ম
- ঢাকা থেকে নরসিংদী মোট দূরত্ব কত
-
ঢাকা টু নরসিংদী ট্রেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা
-
সমসাময়িক প্রশ্ন উত্তর
-
লেখকের মন্তব্যঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী জানা জরুরি বিশেষ করে যারা এই রুটে প্রতিনিয়ত
চলাচল করেন।এই রুটে যে সকল ট্রেনগুলো চলাচল করে তা যাত্রীদের জন্য অনেক সুবিধা
জনক এবং অনেক সাশ্রয়ী।এই রুটে তিনটি ভিন্ন ধরনের ট্রেন চলাচল করে
যেমন আন্তঃনগর, মেইল এবং লোকাল ট্রেন। এই ট্রেনগুলো দিনের বিভিন্ন সময়
ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
তাই আপনার সারাদিনের মধ্যে বিভিন্ন সময় ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হতে
পারবেন। যেহেতু এই রুটে কিছু দ্রুতগামী অর্থাৎ আন্তঃনগর ট্রেনে রয়েছে তাই আপনারা
দ্রুত যাতায়াতের জন্য এই ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন। এর মধ্যে উপকূল
এক্সপ্রেস এবং চট্টগ্রাম এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনগুলো সাধারণ দুপুর ও
বিকেলের দিকে চলাচল করে।
ট্রেনগুলো বিভিন্ন স্টপেজ বিরতি দিলেও আপনাকে ঢাকা থেকে মাত্র দেড় থেকে দুই
ঘণ্টার মধ্যে নরসিংদী পৌঁছে দিবে। যেহেতু রেলপথে যোগাযোগ হলো খুবই সুবিধাজনক
আরামদায়ক এবং নিরাপদ ও সাশ্রয়ী, সেহেতু আপনারা ট্রেনের মাধ্যমে
রেলপথে ঢাকা টু নরসিংদী যোগাযোগ করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে
ট্রেন যেহেতু সঠিক সময়ে ছেড়ে যায়, তাই ট্রেন ছাড়া আর কিছুক্ষণ পূর্বে অবশ্যই
স্টেশনে পৌঁছাবেন।
ঢাকা টু নরসিংদী রুটে চলাচলকারী সবথেকে দ্রুতগামী ট্রেনের সময়সূচী
ঢাকা টু নরসিংদী রুটে চলাচলকারী সবথেকে দ্রুতগামী ট্রেনের সময়সূচী সম্পর্কে
অনেকেই গুগলে সার্চ করে থাকেন। কারন অনেকেই চান অল্প সময়ের মধ্যে অথবা সঠিক
সময়ের মধ্যে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। তাই তারা দ্রুতগামী
ট্রেন সম্পর্কে জানতে চাই। ঢাকা টু নরসিংদী রুটে এইরকম কিছু দ্রুতগামী ট্রেন
রয়েছে। যে ট্রেনগুলো আপনাকে খুবই তাড়াতাড়ি ঢাকা থেকে নরসিংদী পৌঁছাতে
সহযোগিতা করবেন। চলুন নিচে সেই ট্রেনগুলো সম্পর্কে জেনে নিন এবং তার
পাশাপাশি ট্রেনগুলো ছাড়ার সময় ও পৌঁছানোর সময় সম্পর্কেও জেনে নিন।
ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | নরসিংদী পৌছানোর সময় | মোট সময় লাগে |
---|---|---|---|
নরসিংদী এক্সপ্রেস | সকাল ৭ঃ১৫ | সকাল ৮ঃ২২ | ১ ঘন্টা ৭ মিনিট |
কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১) | সকাল১০ঃ৩০ | সকাল ১১ঃ৩০ | ১ ঘন্টা |
ময়মনসিংহ মেইল | দুপুর ৩ঃ১০ | বিকাল ৪ঃ১৮ | ১ ঘন্টা ৮ মিনিট |
চট্টগ্রাম এক্সপ্রেস | সন্ধা ৬ঃ০০ | সন্ধা ৭ঃ১৫ | ১ ঘন্টা ১৫ মিনিট |
যারা প্রতিদিন এই রুটে চলাচল করেন তারা এ সকল ট্রেনগুলোর মাধ্যমে চলাচল করতে
পারেন। যেহেতু এই ট্রেনগুলো খুবই দ্রুতগামী, তাই আপনাদের দৈনিক
যাতায়াতের জন্য এই ট্রেনগুলো সব থেকে উপযোগী। এই ট্রেনগুলো নির্দিষ্ট
সিডিউলে চলার কারণে আপনারা সঠিক সময়ে আপনাদের গন্তব্য স্থানে পৌঁছাতে
পারবেন। তাই আপনারা নিরাপদে এবং সুবিধাজনক যাত্রা হিসেবে অবশ্যই ট্রেনে
যাতায়াত করতে পারেন।
ঢাকা টু নরসিংদী প্রধান সকল ট্রেনের সময়সূচী
ঢাকা টু নরসিংদী রুটে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন অনেকগুলো ট্রেন
চলাচল করে। যেহেতু ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে তাই যাত্রার
পূর্বে অবশ্যই ট্রেনের সময়সূচী জানা খুবই জরুরী। তাহলে যাত্রাকালীন সময়ে
ভোগান্তিতে পড়তে হবে না। ঢাকা থেকে নরসিংদী রুটে প্রতিদিন অসংখ্য
মানুষ যাতায়াত করেন। যেহেতু তারা বিভিন্ন কারণে ঢাকা থেকে নরসিংদী যাতায়াত
করে থাকেন তাই তাদের বিভিন্ন সময়ে যাতায়াত করতে হয়। তাদের কথা মাথায়
রেখে বাংলাদেশের কর্তৃক এই রুটে অনেকগুলো ট্রেন রাখা হয়েছে। আপনারা আপনাদের
পছন্দ অনুযায়ী অথবা সময় অনুযায়ী সে সকল ট্রেনে যাতায়াত করতে পারেন।
ট্রেনের নাম | ঢাকা থেকে ছাড়ার সময় | নরসিংদী পৌছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|
এগারো সিন্ধুর প্রভাতী(৭৩৭) | সকাল ৭ঃ১৫ | সকাল ৮ টা ২২মিনিট | বুধবার |
কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১) | সকাল ১০ঃ৩০ | সকাল ১১ঃ৩৬ | বুধবার |
চট্টলাএক্সপ্রেস(৮০২) | দুপুর ২ঃ১৫ | বিকাল ৩ঃ২০ | শুক্রবার |
উপকূল এক্সপ্রেস(৭১২) | বিকাল ৩ঃ১০ | বিকাল ৪ঃ১৮ | মঙ্গলবার |
এগারো সিন্ধুর গোধূলি(৭৪৯) | সন্ধ্যা ৬ঃ৪৫ | রাত ৭ঃ৫৩ | নাই |
মহানগর এক্সপ্রেস(৭২২) | রাত ৯ঃ২০ | রাত ১০ঃ২৭ | রবিবার |
উপবন এক্সপ্রেস(৭৩৯) | রাত ১০ঃ০০ | রাত ১১ঃ০৯ | বুধবার |
ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট মূল্য
ঢাকা থেকে নরসিংদী ট্রেনের টিকিট মূল্য কত সেটা সম্পর্কে এখন আপনাদের জানাবো।
ঢাকা থেকে নরসিংদী যেতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণের
পূর্বে ট্রেনের টিকিটের মূল্য জানতে হবে। তাহলে আপনি ভাড়া নিয়ে
প্রতারিত হবেন না অথবা নিজের পরিকল্পনা অনুযায়ী খরচ করতে পারবেন। ঢাকা
থেকে নরসিংদীর উঠে যে সকল ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলোর মোট ছয়টি আসন
বিন্যাস রয়েছে। যেগুলোতে আপনি আপনার সুবিধামতো আসল সিলেক্ট করে ভ্রমণ
করতে পারবেন। এই যে আসন বিন্যাস অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো।
শোভন
ট্রেনের নাম | আসন বিন্যাস | টিকিটের মূল্য |
---|---|---|
এগারো সিন্ধুর প্রভাতী(৭৩৭) | শোভন | ৬০ টাকা |
শোভন চেয়ার | ৭০ টাকা | |
প্রথম শ্রেণী আসন | ১০৪ টাকা | |
কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১) | শোভন | ৬০ টাকা |
স্নিগ্ধা | ১৩৩ টাকা | |
চট্টলা এক্সপ্রেস(৮০২) | ৬০ টাকা | |
এসি সিট | ১৫৬ টাকা | |
উপকূল এক্সপ্রেস(৭১২) | শোভন | ৬০ টাকা |
এগারো সিন্ধুর গোধূলি(৭৪৯) | শোভন | ৬০ টাকা |
মহানগর এক্সপ্রেস(৭২২) | শোভন | ৬০ টাকা |
উপবন এক্সপ্রেস(৭৩৯) | শোভন | ৬০ টাকা |
ঢাকা টু নরসিংদী রুটে ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা টু নরসিংদী রুটে যারা প্রতিনিয়ত চলাচল করেন তাদের অবশ্যই
ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানা উচিত। আবার অনেক সময়
রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজের জন্য ট্রেনের সিডিউল পরিবর্তিত হয়। ট্রেন
সিডিউল ভ্রমণের পূর্বে দেখে নিলে যাত্রীদের হয়রানি শিকার হতে হবে
না। তাই অবশ্যই ভ্রমণের পূর্বে একবার হলেও ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
আছে কিনা আর সময়সূচি গুলো দেখে নিবেন। নিচে ঢাকা টু নরসিংদী রুটে
ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনগুলো দেওয়া হল।
ট্রেনের নাম | সাপ্তাহিত ছুটির দিন |
---|---|
কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১) | সোমবার |
এগারো সিন্ধুর প্রভাতী(৭৩৭) | বুধবার |
চট্টলা এক্সপ্রেস(৮০২) | শুক্রবার |
এগারো সিন্ধুর গোধূলি(৭৪৯) | নেই |
উপকূল এক্সপ্রেস(৭১২) | মঙ্গলবার |
মহানগর এক্সপ্রেস(৭২২) | রবিবার |
উপবন এক্সপ্রেস(৭৩৯) | বুধবার |
ঢাকা থেকে নরসিংদী ট্রেনে যাওয়ার জন্য সম্ভাব্য স্টপেজ সমূহ
ঢাকা থেকে নরসিংদী রুটে চলাচলকারী অধিকাংশ আন্তঃনগর ট্রেন যাত্রাপথে কয়েকটি
গুরুত্বপূর্ণ স্টেশনে থামে। সাধারণত ট্রেনগুলো ঢাকা কমলাপুর বা বিমানবন্দর
স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং এর পর টঙ্গী জংশন, গাজীপুর, জয়দেবপুরসহ
কিছু ব্যস্ত রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এসব স্টেশন থেকে প্রতিদিন বিপুল
সংখ্যক যাত্রী নরসিংদী অভিমুখে যাতায়াত করেন। ফলে যাত্রীদের জন্য
স্টপেজগুলো হয়ে উঠেছে ভ্রমণের সুবিধাজনক স্থান, যেখানে টিকিট কাটা ও
ওঠানামার পর্যাপ্ত সুযোগ থাকে। তাই ঢাকা থেকে নরসিংদী ভ্রমণের আগে কোন
ট্রেন কোন স্টপেজে থামে তা জেনে নিলে যাত্রা হবে আরও সহজ, নির্ভরযোগ্য ও
সময় সাশ্রয়ী।
-
যাত্রা শুরু- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন।
-
প্রথম স্টপেজ- বিমানবন্দর রেল স্টেশন।
-
২য় স্টপেজ- টঙ্গী রেল স্টেশন।
-
তৃতীয় স্টপেজ- জয়দেবপুর রেল স্টেশন।
-
চতুর্থ স্টপেজ- রাজেন্দ্রপুর রেলস্টেশন।
-
পঞ্চম স্টপেজ- চান্দনা চৌরাস্তা।
-
৬ষ্ঠ স্টপেজ- গাজীপুর স্টেশন।
-
সপ্তম স্টপেজ- পাবুরা বা পাঁচদোনা স্টেশন।
-
অষ্টম স্টপেজ- নরসিংদী রেলস্টেশন।
ঢাকা থেকে নরসিংদী যেতে কোন ট্রেনে কত সময় লাগে
পরিকল্পিত ভ্রমণের জন্য ঢাকা থেকে নরসিংদী যেতে কতটা সময় প্রয়োজন হয়
সেটা জানলে যাত্রা আরো সহজ হয়ে যায়। ঢাকা থেকে নরসিংদী রেলপথের দূরত্ব
তুলনামূলকভাবে কম হওয়ায় ট্রেনে ভ্রমণ করতে খুব বেশি সময় লাগে না। তারপরও
যাত্রার পূর্বে অবশ্যই ট্রেনে যাওয়ার সময় জেনে নেওয়া ভালো। সাধারণত
আন্তঃনগর ট্রেনে এ যাত্রা শেষ করতে ১ ঘন্টা থেকে সর্বোচ্চ দেড় ঘণ্টা সময়
প্রয়োজন হয়, যা নির্ভর করে ট্রেনের ধরণ ও স্টপেজের ওপর।
যেমন, এক্সপ্রেস ট্রেনগুলো কম স্টপেজে থামে বলে দ্রুত নরসিংদী পৌঁছে যায়,
আর লোকাল বা বেশি স্টপেজযুক্ত ট্রেনে সময় কিছুটা বেশি লাগে। তবে যেকোনো
ভ্রমণেই ট্রেন যাত্রা আরামদায়ক, সাশ্রয়ী এবং যানজটমুক্ত হওয়ায় যাত্রীরা এই
রুটকে বিশেষভাবে পছন্দ করে। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে নির্দিষ্ট
ট্রেনের সময়সূচী ও আনুমানিক যাত্রার সময় জেনে নিলে যাত্রা হবে আরও
সুবিধাজনক ও নিশ্চিন্ত।
- এগারো সিন্ধু প্রভাতী- আনুমানিক এক ঘন্টা ৩০ মিনিট
-
চট্টলা এক্সপ্রেস- আনুমানিক এক ঘণ্টা ৪৫ মিনিট
-
কিশোরগঞ্জ এক্সপ্রেস- আনুমানিক ১ ঘন্টা ১৫ মিনিট
-
উপকূল এক্সপ্রেস- আনুমানিক এক ঘন্টা ২০ মিনিট
-
মহানগর এক্সপ্রেস- আনুমানিক এক ঘন্টা ত্রিশ মিনিট
-
এগারো সিন্ধু গোধূলি- আনুমানিক ১ ঘন্টা ২৫ মিনিট
- উপবন এক্সপ্রেস- আনুমানিক এক ঘন্টা ত্রিশ মিনিট
অনলাইন বা অফলাইনের মাধ্যমে টিকিট কাটার নিয়ম
ঢাকা থেকে নরসিংদী ভ্রমণের জন্য টিকিট কেনা যায় খুব সহজেই, চাইলে অনলাইনে
আবার চাইলে অফলাইনে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে তাদের অফিশিয়াল
ওয়েবসাইট (eticket.railway.gov.bd) মাধ্যমে অনলাইন টিকিট ক্রয়ের সুবিধা দিয়েছে। এ ক্ষেত্রে যাত্রীকে
প্রথমে একাউন্ট খুলে ট্রেন, তারিখ, সময় ও আসনের ধরণ নির্বাচন করতে হয় এবং
বিকাশ, নগদ বা অন্যান্য অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ
করলেই টিকিট নিশ্চিত হয়।
অন্যদিকে যারা অফলাইনে টিকিট কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা
কমলাপুর, বিমানবন্দর, টঙ্গী কিংবা নরসিংদী রেলস্টেশনসহ নির্ধারিত
কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। ভ্রমণের ভিড় বা বিশেষ
দিনে আসন সংকট এড়াতে যাত্রার কয়েকদিন আগে টিকিট কাটা উত্তম। অনলাইন ও
অফলাইন দুই মাধ্যমেই টিকিট ক্রয়ের এই সুবিধা যাত্রীদের ভ্রমণকে করেছে আরও
সহজ ও ঝামেলামুক্ত।
ঢাকা থেকে নরসিংদী মোট দূরত্ব কত
ঢাকা থেকে নরসিংদীর রেলপথের দূরত্ব আনুমানিক ৫৭ কিলোমিটার, যা রাজধানীর
কাছাকাছি হওয়ায় যাত্রীদের জন্য এই রুটকে করেছে অন্যতম জনপ্রিয়। সাধারণত
আন্তঃনগর ট্রেনগুলো এই পথ অতিক্রম করতে মাত্র ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ১
ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয়। লোকাল ও আন্তঃনগর ট্রেনের জন্য এবং বিভিন্ন
স্টপেজে থামার জন্য ঢাকা থেকে নরসিংদী যেতে সময়ের তারতম্য হয়।
তুলনামূলক কম দূরত্ব ও স্বল্প ভ্রমণ সময়ের কারণে প্রতিদিন বিপুলসংখ্যক
যাত্রী অফিস, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ঢাকা-নরসিংদী রুটে যাতায়াত
করে থাকেন। যারা প্রতিদিন নিয়মিত যাতায়াত করেন, তাদের কাছে এই পথটি শুধু
সময় সাশ্রয়ী নয়, বরং খরচের দিক থেকেও অত্যন্ত সাশ্রয়ী। তাই দ্রুত এবং
আরামদায়ক ভ্রমণের জন্য ঢাকা থেকে নরসিংদী রেলপথ সবসময় যাত্রীদের কাছে
প্রথম পছন্দ হয়ে থাকে।
ঢাকা টু নরসিংদী ট্রেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা
ঢাকা থেকে নরসিংদী ট্রেনে ভ্রমণ একটি আরামদায়ক ও সময় সাশ্রয়ী মাধ্যম, তবে
যাত্রাকে আরও সহজ করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত,
সবসময় যাত্রার আগে নির্দিষ্ট ট্রেনের সময়সূচী জেনে নিন, কারণ অনেক সময়
ট্রেনের শিডিউলে পরিবর্তন হতে পারে। দ্বিতীয়ত, ভিড় এড়াতে এবং নিশ্চিত আসন
পেতে অনলাইনে টিকিট কাটা উত্তম, বিশেষ করে ছুটির দিনে। এছাড়া যারা নিয়মিত
ভ্রমণ করেন, তারা চেষ্টা করুন পিক আওয়ার এড়িয়ে যাত্রা করতে।
এতে ভিড় কম হয় এবং ভ্রমণ হয় আরও স্বাচ্ছন্দ্যময়। নিরাপত্তার জন্য সবসময়
নিজের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সাথে রাখুন এবং অপরিচিত কাউকে দায়িত্বে
দেবেন না। সর্বোপরি, নির্দিষ্ট স্টপেজ এবং আনুমানিক যাত্রা সময় সম্পর্কে
ধারণা রাখলে আপনার ভ্রমণ হবে ঝামেলামুক্ত ও আনন্দদায়ক। তাই ঢাকা টু নরসিংদী
ট্রেন ভ্রমণে সামান্য পরিকল্পনা ও সচেতনতা আপনাকে দেবে এক সুখকর অভিজ্ঞতা।
সমসাময়িক প্রশ্ন উত্তর
প্রশ্নঃ ঢাকা টু নরসিংদী কখন কখন ট্রেন রয়েছে?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য সকাল ৭ঃ০০ থেকে
শুরু করে রাত ১০ঃ০০ পর্যন্ত ট্রেন রয়েছে।
প্রশ্নঃ ঢাকা টু নরসিংদী রুটে কী কী আন্তঃনগর ট্রেন চলে?
উত্তরঃ ঢাকা টু নরসিংদী রুটে নরসিংদীর এক্সপ্রেস,
কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টল্লা এক্সপ্রেস ইত্যাদি আন্তঃনগর ট্রেন
চলাচল করে।
প্রশ্নঃ ঢাকা টু নরসিংদী রুটে ট্রেনের টিকিট মূল্য কত?
উত্তরঃ সাধারণত ট্রেনের টিকিট মূল্য নির্ভর করে আসন
বিন্যাসের উপরে। আসন বিন্যাসের উপর নির্ভর করে ট্রেনের
টিকিট শোভন ৬০ টাকা, যখন চেয়ার ৭০টাকা, প্রথম শ্রেণি আসন
১০৪টাকা, স্নিগ্ধা ১৩৩টাকা, এসি ১৫৬টাকা।
প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী যেতে কতক্ষণ সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী যেতে আনুমানিক ১ ঘণ্টা থেকে ১
ঘন্টা ৩০মিনিট সময় লাগে।
প্রশ্নঃ ঢাকা টু নরসিংদী রুটে কোন ট্রেন দ্রুত পৌঁছায়?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য আন্তঃনগর ট্রেনগুলো খুব
দ্রুত পৌঁছায়।
লেখকের মন্তব্যঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী
ঢাকা টু নরসিংদীতে ট্রেনের সময়সূচি সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা
বিস্তারিত আলোচনা করেছি। ঢাকা থেকে নরসিংদী রুটের ট্রেনে যোগাযোগ
যাত্রীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুবিধা। প্রতিদিন হাজারো মানুষ এ পথে
যাতায়াত করেন এবং সময়মতো ট্রেন ধরতে সঠিক সময়সূচী জানা ভ্রমণকারীদের জন্য
অত্যন্ত জরুরি। আমার অভিজ্ঞতায় দেখেছি, অনেকেই সময়সূচী সম্পর্কে অজ্ঞ থাকার
কারণে ভ্রমণে সমস্যায় পড়েন বা কাঙ্ক্ষিত ট্রেন মিস করেন।
তাই ভ্রমণকারীদের জন্য আগেভাগে সময়সূচী জেনে রাখা শুধু ভ্রমণকে সহজ করে না,
বরং মানসিক চাপও কমায়। এই আর্টিকেলে দেওয়া সময়সূচী ও ভ্রমণ তথ্য যাত্রীদের
যাত্রাকে করবে আরও নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত। আমার পরামর্শ,
যেকোনো ভ্রমণের আগে সর্বশেষ সময়সূচী দেখে নিন এবং প্রয়োজন হলে অনলাইনে
টিকিট কেটে রাখুন। তাহলেই ঢাকা থেকে নরসিংদী যাত্রা হবে আরও আনন্দময় ও
নিশ্চিন্ত।
বঙ্গ টিপস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url